fbpx

প্রতিবার বান্দরবান যাওয়ার আগে বিভিন্ন ট্র্যাভেল গ্রুপে সবার এক সেট কমন প্রশ্ন থাকে:
“ভাই বান্দরবানে কোন কোন এসি বাস যায়?”,
“বান্দরবানের এসি বাসের ভাড়া কত ভাই?”,
“বান্দরবানের এসি বাস কই থেকে ছাড়ে ভাই?”,
“ভাই কোন বাসে বান্দরবান যাওয়া ভালো হবে?”
“ভাই টিকিট কই থেকে বুক করব?”

সবগুলো প্রশ্নের উত্তর দিতেই আজকে আমাদের এই ব্লগ। আজকে আমি আপনাকে বান্দরবানগামী এসি বাসের জীবনবৃত্তান্ত জানাব। আপনি জানবেন এবং এত বেশি জানবেন যে ব্লগ পড়ার সময়ই আপনার গায়ে এসি’র বাতাস লাগা শুরু হবে।

হানিফ পরিবহন:

VOLVO, AC বাস সার্ভিস। প্রতিদিন একটি বাস ঢাকা থেকে ছেড়ে যায় রাত ১১টায়। ফকিরাপুল, আরামবাগ, কমলাপুর, সায়দাবাদ হয়ে এটি বান্দরবান পৌছায় ভোর ৬টায়। আপনি যে কোন কাউন্টার থেকে বাসে উঠতে পারবেন। ৩ সিটের এই বিলাসবহুল এবং অত্যন্ত আরামদায়ক এসি বাসটি আবার বান্দরবান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে রাত ৯.৩০ মিনিটে এবং পৌছায় ভোর ৬ টায়।

প্রতিটি টিকিটের মূল্য: ১৫০০ টাকা

নিচের ছবি থেকে যে কোন নম্বরে ফোন দিয়ে হানিফ পরিবহনের টিকিট বুক করতে পারবেন।

হানিফ পরিবহনের টিকিট বুক করার জন্য টিকিট কাউন্টারের ফোন নম্বর
হানিফ পরিবহনের টিকিট বুক করার জন্য টিকিট কাউন্টারের ফোন নম্বর

সেন্টমার্টিন হুন্দাই পরিবহন:

Hyundai Universe, AC বাস সার্ভিস। প্রতিদিন দুটি বাস ঢাকা থেকে ছেড়ে যায় রাত ১১টা এবং রাত ১১.১৫ মিনিটে। পান্থপথ, আরামবাগ, কমলাপুর, সায়দাবাদ হয়ে এটি বান্দরবান পৌছায় সকাল ৭টা নাগাদ। আপনি যে কোন কাউন্টার থেকে বাসে উঠতে পারবেন। ৩ সিটের এই বিলাসবহুল এবং অত্যন্ত আরামদায়ক এসি বাসটি আবার বান্দরবান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সকাল ১০.৩০ মিনিটে এবং রাত ৯ টায়

প্রতিটি টিকিটের মূল্য: ১৪০০ টাকা

নিচের ছবি থেকে যে কোন নম্বরে ফোন দিয়ে সেন্টমার্টিন হুন্দাই পরিবহনের টিকিট বুক করতে পারবেন।

সেন্টমার্টিন হুন্দাই পরিবহনের টিকিট বুক করার জন্য টিকিট কাউন্টারের ফোন নম্বর
সেন্টমার্টিন হুন্দাই পরিবহনের টিকিট বুক করার জন্য টিকিট কাউন্টারের ফোন নম্বর

শ্যামলী এন আর পরিবহন:

Hyundai Universe, AC বাস সার্ভিস। প্রতিদিন একটি বাস ঢাকা থেকে ছেড়ে যায় রাত ১০.৩০ মিনিটে। গাবতলি থেকে ছেড়ে যাওয়া এই বাসটি বান্দরবান পৌছায় ভোর ৬টায়। আপনি গাবতলি কাউন্টার থেকে বাসে উঠতে পারবেন। ৩ সিটের এই বিলাসবহুল এবং অত্যন্ত আরামদায়ক এসি বাসটি আবার বান্দরবান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে রাত ৯.১৫ মিনিটে এবং পৌছায় ভোর ৫ টায়।

প্রতিটি টিকিটের মূল্য: ১৪০০ টাকা

নিচের ছবি থেকে যে কোন নম্বরে ফোন দিয়ে শ্যামলী এন আর পরিবহনের টিকিট বুক করতে পারবেন।

শ্যামলী এন আর পরিবহনের টিকিট বুক করার জন্য টিকিট কাউন্টারের ফোন নম্বর
শ্যামলী এন আর পরিবহনের টিকিট বুক করার জন্য টিকিট কাউন্টারের ফোন নম্বর

দেশ ট্র্যাভেলস:

Hyundai Universe, AC বাস সার্ভিস। প্রতিদিন দুটি বাস ঢাকা থেকে ছেড়ে যায় রাত ১০.৩০ মিনিটে এবং সকাল ৯.৩০ মিনিটে। কলাবাগান থেকে ছেড়ে এটি বান্দরবান পৌছায়। ৩ সিটের এই বিলাসবহুল এবং অত্যন্ত আরামদায়ক এসি বাসটি আবার বান্দরবান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সকাল ১০.০০ টায় এবং রাত ৯.৩০ মিনিটে।

প্রতিটি টিকিটের মূল্য: ১৪০০ টাকা

নিচের ছবি থেকে যে কোন নম্বরে ফোন দিয়ে দেশ ট্র্যাভেলসের টিকিট বুক করতে পারবেন।

দেশ ট্র্যাভেলসের টিকিট বুক করার জন্য টিকিট কাউন্টারের ফোন নম্বর
দেশ ট্র্যাভেলসের টিকিট বুক করার জন্য টিকিট কাউন্টারের ফোন নম্বর

সেন্টমার্টিন পরিবহন:

Hino, 1J Pluss AC বাস সার্ভিস। প্রতিদিন একটি বাস ঢাকা থেকে ছেড়ে যায় রাত ১০.৪৫ মিনিটে। ফকিরাপুল, আরামবাগ, কমলাপুর, সায়দাবাদ হয়ে এটি বান্দরবান যায়। আপনি যে কোন কাউন্টার থেকে বাসে উঠতে পারবেন। এক সারিতে সিটের এই এসি বাসটি আবার বান্দরবান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সকাল ৯ টায়

প্রতিটি টিকিটের মূল্য: ৯৫০ টাকা

নিচের ছবি থেকে যে কোন নম্বরে ফোন দিয়ে সেন্টমার্টিন পরিবহনের টিকিট বুক করতে পারবেন।

সেন্টমার্টিন পরিবহনের টিকিট বুক করার জন্য টিকিট কাউন্টারের ফোন নম্বর
সেন্টমার্টিন পরিবহনের টিকিট বুক করার জন্য টিকিট কাউন্টারের ফোন নম্বর

আজ তাহলে এটুকুই। ঘুরে আসুন বান্দরবান। আর হ্যা আপনার পায়ের ছাপ ছাড়া আর কিছু যেন রেখে আসবেন না ওখানে। অসাধারণ স্মৃতির সাথে প্লাস্টিক, পলিথিন আর সব অপচনশীল বর্জ্য ব্যাগে করে শহরে নিয়ে আসুন।

হ্যাপি ট্র্যাভেলিং!

Scroll to Top